মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

বাকদিল বা গোত্রসমূহ


বাকদিল বা গোত্রসমূহ

গারোদের গোত্র বা মাহারিগুলো প্রত্যেকটি সাংমা মারাক এই দুটো গোত্রের অন্তর্গতঅনেকের মতে, মোমিন, সিরা আরেং এরাও সাংমা-মারাকের সমপর্যায়ভুক্ত। তবে, মোমিন, সিরা আরেং গোত্রের লোকেরা সকলেই নিজেদের স্বাতন্ত্রভাবে প্রকাশ করতে স্বাচ্ছন্দবোধ করেন বলে জানা যায়। আবার কিছু কিছু মাচং অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন উচ্চারণে পরিচিতি লাভ করলেও বেশ কিছু মাচংগুলো অন্যটির অংশ বলে জানা যায়। যেমন, অনেকেই কামা বলেন, আবার কেউ কেউ বলেন খামা। তেমনই আগিদক/হাগিদক, আজং/হাজং, মিচেং/মেচেং, খকনল/ককনাল, দোসিক/দোচিক, বল/বাংবল, বেংবংগ্রি/বাংবংগ্রি, রংচল/রংচেল ইত্যাদি। আবার অনেকে এগুলোর কোন কোনটাকে আলাদা বলে দাবি করেন। প্রায় সকল মাহারি এবং মাচংধারি লোকদের বসবাস ভারতে এবং অল্প সংখ্যক মাত্র বাংলাদেশে বসবাস করে থাকে। তাই এ অল্পপরিসরে প্রাপ্ত অপ্রাপ্ত মাহারি/মাচংগুলোকে যাচাই করা এবং মতামত নেওয়া সম্ভব প্রায় অসম্ভব। তবে, যে মাচংগুলো যেটারই অংশ হোক না কেন, তারা তাদের নেওয়া মাচং-এর পরিচিতিতেই সাচ্ছন্দবোধ করেন এবং নিজ নিজ নাগরিক সনদপত্রে সেভাবেই নামের সাথে মাচং লিখে থাকেন। তাই প্রাপ্ত মাচংগুলো আমরা ভিন্ন ভিন্ন ভাবেই উল্লেখ করছি। নিম্নে সেগুলো ক্রমানুসারে দেওয়া হলো-

সাংমা
আগল, আগিদক/হাগিদক, আতিয়ারা, আমফাং, ওয়াইচিংদা, ওয়াত্রক, ওয়াল, কংকাল, খকনল/ককনাল, খকসি, খকসেপ, গরি, গান্দাই, গিনেই, চাম্বুল, চিকাল, চিচাম, চিমা, চিরান, চিসিক, চিসিম, জলাই, জামদাম, জাম্বাত, জাম্ব, জেংচাম, জেত্রা, ত্রিসা, তেলসি, থেবংগ্রি, থিগিদি, দোইংনাং, দচিক, দফো, দাওয়া, দাগাল, দাজেল, দাম্বো, দালবত, দারিং, দ্রাংগ্রি, দিও, দিওয়া, দিব্রা, দিব্রু, দিলসি, নকচ্রাম, নংলাদু, নেকলা, নেংওয়া, নেংখ্রা, নেংখুগ্রি, নেংমিনজা, পাকরে, পান্ত্রা, বলদাকগ্রি, বলসাল, বলং, বলসিল, বানজলগ্রি, নাংসাল, বেলা, বাংসি, বাংসিল, বাম-বমচেং, বাবুরি, বারিং, বাংবল, বেংবংগ্রি/বাংবংগ্রি, মৃ, মাংসাং, মাংসেল, মাচো, মানখিন, মান্দা, মিচেং/মেচেং, মিদ্দিক, মেংগংগ্রি, মেজল, রংখাল, রংখুয়াক, রংক্রাম, রংগাপ, রংচল/রংচেল, রংজেং, রংজেরাম, রংদি, রংদু, রংবক, রংমথু, রংরেং, সংসাক, সামফাল, সামিন, স্নাল, সিমসাং, স্কু, হাউই, হাচ্ছা, হাপাং ইত্যাদি। = ১০০টি


মারাক
আজং/হাজং, আজিম, আজি, আনিল, আরেং, আসাক্রা, আপু, ওয়ালগুসি, ককন্যাল, কামা/খামা, খাগরা, কুবি, গরা, গারা, গারে, গিচ্চাক, গিপি, চান্দা, চাম্বুগং, চেব্রা, চিগিচ্চাক, জামগে, জাম্বিল, জিচান, তজু, তিবি-আসিমগ্রি, থাকনি, দকগ্রি, দখুমি, দবু, দ্রং, দমিনি, দলজেল, দরেক, দাংগ, দাজেল, দাদক, দান্দালি, দানিল, দারু, দেংওয়াজং, দিকগিল, দিনাজিক, দিম্বিল, দিলমা, দিমাক, দোমিসেল, নকরেক, নংউরা, নংবাক, নংমিন, নাওয়া, নাফাক, নাবাল, নেংসত, পানখো, পাথাং, পিরা, ফান্তু, বনোয়ারি, বলওয়ারি, বলং, বলসিলগং, বাজি, বানজল, বাবারি, ম্রং, মাজি, মাত্তং, মানদিক, মালসাম, মুরং, মেগাদপ, মেংকি, মেংগেচি, মেজেঙ্গা, রখো, রংখেং, রংমা, রমথু, রংখি, রংগারা, রাকসাম, রাংসা, রিছিল, রিমা, রুরাম, রেমা, রেখিং, রেংচেং, মাপিল, মাৎচক, দকগ্রি, দ’খংসি, দানাল, পেত্তংগ্রি, সিথাং, স্লেংসি, হাউই = ১০০টি
মোমিন
অদিপেক, আকস্কি, আদকগ্রি, ওয়ারী, ওয়াগি, ওয়াচেকসি, ওয়াথ্রি, এবাং, কনচিখল, গলদি, গান্দিম, গাবিল, ঘাগ্রা, চেকগেচিৎ, চেরান, চিগিসিল, চিগিৎসিল, ছতজলজা, জংসুগ্রি, জাকগিৎচেত, জেনজিং, ওয়াফাং, তেবিল, তোতিং, দখংসি, দগ্রিং, দালবত, দারুগ্রি, দোবিত, নারিংগ্রি-খিতং, নংসোবাল, নংমিল, নংমিলং, পাবিত, বল, বলদাক, বলতোতু, বারিংগ্রি, বাসুগ্রি, মাচ্চকগ্রি, মাংগি, মেগং, মেংগৎচি, ম্রেন্দা, স্নেং, রংগন, রাদা, রিমসু, রুগা, সামব্রাক ইত্যাদি। = ৪৯টি
সিরা
হাদিমা, দালবত-মাপফ্রু = ২টি
আরেং
দোসিক, নংবাক = টি
উল্লেখ্য, মেগামদের আরও কিছু মাচং; এবং তাদের আলাদা একটা স্বরূপ বা প্রথা রয়েছে, তা উল্লেখ না করলে মেগাম সম্প্রদায়ের প্রতি অবিচার করার মত হবে বলে মনে করি। বিষয়টি আমার কাছে মনে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিয়ে আরও তথ্য সংগ্রহ এবং গবেষণার সুযোগ রয়েছে। কারণ মেগামদের মধ্যে নিম্নোক্ত মাচংধারিরা উপরোক্ত ৫টি মাহারি দলের কোনটার মধ্যেই পড়েন না বা এরা নিজেদের একেবারেই স্বতন্ত্র বলে দাবী করেন। এগুলো হচ্ছে- নংউড়া, মংরিই, নংমিন, নংমসর, নংব্রিই, নংদেংআন, সলমার, রেংচাং, রংরিন, হাছা, দি.খার, গারায়, রাইমা ইত্যাদি= ১৩টি।
উপরোল্লেখিত, প্রায় ২৮০টি মাচং এর মধ্যেও কিছু কিছু মাচং এর উপদলের নাম জানা গেছে আর সেগুলো হলো-
) নকরেক = নকরেক ওয়াকসু, নকরেক রংখাবক, নকরেক মিদান, নকরেক পানেত, নকরেক পাচেক, নকরেক ওয়াগি, নকরেক গিসিম= ৭টি
২) দালবত = দালবত রংআ_রংচিং, দালবত ওয়াকসু, দালবত তজু, দালবত মাপফ্রু, দালবত পাচেক, দালবত ওয়াগি, দালবত ওয়াফাং, দালবত দামদিল= ৮টি
৩) ম্রং= মংগ্রি, ম্রংদানিল, ম্রংগিসিম, ম্রং ওয়াকনল, ম্রং গুরা, ম্রং রংচিং, ম্রং পাচেক, ম্রং রাঙ্গল, ম্রং মাপফ্রু= ৯টি
৪) রিছিল = রিছিল চান্দা, রিছিল-ফুকা, রিছিল-খিমা= ৩টি
৫) রাংসা = রাংসা দসিক, রাংসা গিপি, রাংসা গিৎচাক= ৩টি
৬) কুবি = কুবি রংবেত, কুবি রুয়ান, কুবি রংদিক, কুবি রংচিং= ৪টি
৭) বলওয়ারি = বলওয়ারি হামাক, বলওয়ারি দেংওয়াজং= ২টি
৮) মৃ = মৃ জ্রি, মৃ রংবেত, মৃ মাপফ্রু, মৃ দোআমুক=৪টি
) দফো= দফো ওয়াসিং, দফো গিসিম, দফো গিচ্চাক, দফো দেল্লং, দফো রংদিক= ৫টি