সোমবার, ৫ নভেম্বর, ২০১২

রণাঙ্গনে

ফিডেল ডি সাংমা
(বাবুল নকরেক @ মেঘ রোদ্দুরকে)

অস্থির অল্েয দিবানিশি; স্বপ্নের জাবড়কাঁটা
ফোসকা পড়া হৃদয় অমলিন- জ্বলন্ত লৌহ শিখা
ঝরাও নিরবে অশ্রু বৃষ্টি; অখন্ডিত বিধান লিখা।
রণাঙ্গনে বুঝি বিকিকিনি হয় নি কোন সুখ
অন্তহীণ বৃথা প্রতীা, নির্বাক; নিশ্চল কার তরে
শোন, কুসুম কলি কখনো ভাঙ্গে না ভ্রমর ভারে।
যেন সাপের মুখে অদীতি স্তব্ধ ব্যাঙের ছানা,
আজ বুঝি মাঘের শীত ঝেঁকেছে তোমার গায়-
ওই খরায়; ভরা শ্রাবণের অঝর বৃষ্টির ধারায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন