fideldsangma.blogspot.com
বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩
শীত ঘুম
' শীত ঘুম '
বহুদিনের সাধ,
সাপের মত শীত-ঘুম দেই;
বাসা মেলে না।।
স্বপ্ন-শিশিরে কত,
কুয়াশা ঢাকা শীত আসে যায়;
তবু ঘুম আসে না ।।
নীলা
OOO
নীলা
OOO
ফিডেল ডি সাংমা
কখনও আমি কি বলেছি যে
,
তুমি দুঃখ দেবী
হঠাৎ কেন বললে
, "
কাছে এসো না হে কবি"
,
আমি বলি কি- তুমি তো রক্তমুখী নীলা নও
যখন যার কাছেই যাও
;
ভার সইবে না তার
,
নিরন্তর দুঃখ-কষ্ট সয়ে পুড়ে হৃদয় ছারখার।
এসো
,
দিব্যি দিলাম
,
এমন শত দুঃখ পেতেই
সদা তৃষিত আমার প্রাণ
,
সীমাহীন হাহাকার।
দুঃখ-দেবী
,
রক্তমুখী নীলা নও
;
তুমি শুধুই নীলা
দ্বিধাহীণ কাব্যছায়াতলে বসো করি কাব্য-লীলা
স্মৃতি
স্মৃতি
ফিডেল ডি সাংমা
==========
এ জীবনের অনেক পথ
রয়েছে বাকি
সংগোপনে হৃদয়ে বাঁধা
স্মৃতির রাখী।
খোলা যায় না কভু
যতই রাত্রি জাগি
,
নীড়হারা পাখির মত
অচিন বিবাগী।
প্রান্তসীমা
প্রান্তসীমা
ফিডেল ডি সাংমা
কেউ কি বলি? কষ্ট, প্রসারিত করো ডানা!
তোর খুব গভীরে ঢুকে আয়েসে- অনুভবে,
যন্ত্রণার বিস্তৃতি দেখতে চাই নিবিড় নীরবে-
আমার রক্তশিরায় মাপি, দুঃখের প্রান্তসীমা।
চপচপ কামগন্ধে ভিজে রাত্রি; ঘুংগুর-মাতাল
বিষ ছোবলে নিথর, নগ্ন, সুখ ষোড়শীর গা,
ধর্ষণে-ঘর্ষণে স্বপ্নকুঁড়ি; আশার দুঃখ-মাতাল
মৃত্যু-সুখ কু’ডাক দেয় শুধু; কেউ শুনি না।
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)