বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

নীলা



OOOনীলাOOO
ফিডেল ডি সাংমা

কখনও আমি কি বলেছি যে, তুমি দুঃখ দেবী
হঠাৎ কেন বললে, "কাছে এসো না হে কবি",
আমি বলি কি- তুমি তো রক্তমুখী নীলা নও
যখন যার কাছেই যাও; ভার সইবে না তার,
নিরন্তর দুঃখ-কষ্ট সয়ে পুড়ে হৃদয় ছারখার।
এসো, দিব্যি দিলাম, এমন শত দুঃখ পেতেই
সদা তৃষিত আমার প্রাণ, সীমাহীন হাহাকার।
দুঃখ-দেবী, রক্তমুখী নীলা নও; তুমি শুধুই নীলা
দ্বিধাহীণ কাব্যছায়াতলে বসো করি কাব্য-লীলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন