বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

প্রান্তসীমা



প্রান্তসীমা
ফিডেল ডি সাংমা

কেউ কি বলি? কষ্ট, প্রসারিত করো ডানা!
তোর খুব গভীরে ঢুকে আয়েসে- অনুভবে,
যন্ত্রণার বিস্তৃতি দেখতে চাই নিবিড় নীরবে-
আমার রক্তশিরায় মাপি, দুঃখের প্রান্তসীমা।

চপচপ কামগন্ধে ভিজে রাত্রি; ঘুংগুর-মাতাল
বিষ ছোবলে নিথর, নগ্ন, সুখ ষোড়শীর গা,
ধর্ষণে-ঘর্ষণে স্বপ্নকুঁড়ি; আশার দুঃখ-মাতাল
মৃত্যু-সুখ কু’ডাক দেয় শুধু; কেউ শুনি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন