বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

রাজমিস্ত্রি...

ফুটো ছিলো না, বেহুলার বাসরে
ছিলো না- মুছে যাবার মতো কোন রঙ
লক্ষ্ণীন্দর,
কেন আজ তুমি নিজেই খুঁড়ছো সুড়ং।
সুসময়ের স্বর্গবাস,
ভুলে যাচ্ছো কি করে!
মোহে যথেচ্ছারে-
ললাট জুড়ে সর্বনাশ।
নিষ্প্রয়োজন, বৃথা- আমাকে খোঁজা,
আমি আমজনতা, রাজার প্রজা।
জানো তো-
আমার রাজ্য নেই, তবে রাজ্য গড়ি,
আমিই স্বপ্ন কারিগর- রাজমিস্'তরি।
রাজমিস্ত্রি... fideldsangma
19/01/2015

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন