বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

হাত ধোয়া পিলাতের গল্প এবং এযুগের নেতৃবর্গ



হাত ধোয়া পিলাতের গল্প এবং এযুগের নেতৃবর্গ
----------------------

ধর্ম প্রচার এবং প্রসারের দায়ে অভিযুক্ত করে যীশুকে প্রদেশপাল পিলাতের কাছে বিচারের জন্য আনা হল। পিলাত নিজেও জানতেন যীশু নির্দোষ। তাই বিচারালয়ে উপস্থিত সকলের উদ্দেশে পিলাত জিজ্ঞেস করলেন, তবে খ্রীষ্ট বলে অভিহিত যীশুকে কে করবো? নিজেকে কিন্তু তৎকালীন ইহুদী ধর্মের যাজক এবং নেতাদের দাবী এবং প্ররোচনায় উপস্থিত লোকেরা সমস্বরে বলল, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পরে পিলাত গোলমাল হবার (নিজের পদ হারানোর) ভয়ে বাধ্য হয়ে যীশুকে ক্রুশে দেবার অনুমতি/নির্দেশ দিলেন। পরে তিনি কিছু জল নিয়ে সবার সামনে হাত ধুয়ে বললেন, এই ধার্মিক মানুষের (যীশুর) রক্তপাতের বিষয়ে দায়ী আমি নই, এ চিন্তা তোমাদেরই...

হায়রে আজিব দুনিয়া! বললামতো আদিযুগের/ধর্মের ইতিহাস। কিন্তু গল্পটা বয়ান করলাম- এযুগেও আমাদের রাষ্ট্রে, সমাজে, মণ্ডলীতে কিছু মাঞ্জা ভাঙ্গা নেতাদের কর্মকাণ্ড দেখে। যারা শিক্ষা-দীক্ষা পেয়েও, বিচার বিশ্লেষণের ক্ষমতাপ্রাপ্ত হয়েও নিজেকে উত্তম ও সুবিবেচক হিসেবে নিজেকে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন, নিজেদের স্বার্থের কাছে নতি স্বীকার করছেন। পরিবার পরিজনসহ নিজেরা কড়া নিরাপত্তায় আবদ্ধ থেকে, বুলেট প্রুভ পোষাক গায়ে চেপে অহেতুক কত নির্দোষ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছেন। আমাদের মতো আমপাবলিকের দুর্ভাগ্যকে বরণ করে নেওয়ার জন্যে আলাদা নোবেল প্রাইজের ব্যবস্থা করা যায়, কি বলেন...

তুমি রয়ে যাবে পরিনামদর্শি জীবন ভর?
তবে, কুঠার তুলছো কেন মাথার ওপর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন