মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

Poem- সর্বভুখ

সর্বভুখ
ফিডেল ডি সাংমা

সর্বভুখ আমি; টক- ঝাল- মিষ্টি- তেতো,
সব খাই- এমনকি প্রেম ভালোবাসাও
নিত্য নতুন; মায়া-মমতা, দুঃখ-বেদনাও
কান্তিহীণ আমি, অরুচি নেই কোনটাতেই।

কষ্টক্রুশ বয়ে ভুলে যাওয়াই উচিত ছিলো;
তোমাকে মনে রাখা এত সহজ কেনো বল তো?
চলে যায় সময়, তবু থামে না পথ চাওয়া।

সর্বভুখ আমি; তবুও খাই না হতাশা-কঙ্কর
প্রত্যাশার সূর্য্য ডেকে আনবে নতুন ভোর
জানি- সেই ভোরে তুমি ফিরে আসবেই...

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২

ঊনে-কাব্য
ফিডেল ডি সাংমা
(স্নেহাষ্পদ কবি- লুই চিরান-কে)

কবির নাভিমূলে ছায়া-বৃক্ষ
খানিক জিরোয় স্বপ্নবাজ আঙ্গুলগুলো
নীরবে কথা হয় ভাবনার সাথে।

কবির বৃষ্টিরা চড়ে কাব্যের ভেলায়
ছন্দহীণ শব্দের মিছিল স্বপ্ন বেলায়
মাটিতে পড়ে না শুকোবার ভয়।

ঝুলিতে কবির আঙ্গুলগুলো নড়ে
শিশুর হাসির মতো এক ফালি চাঁদ
টকটকে ভরা পূর্ণিমার আশায়
জ্যোৎস্না প্লাবন বিভোর বালিকায়।

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

Poem- কলঙ্ক

কলঙ্ক
-ফিডেল ডি সাংমা

এমনই হওয়ার কথা ছিলো!
তাইবা কেমন, কত যে শুধাই- কেউ বলে না।
শীতল সমূদ্রে আজীবন তাপের বিনিময়ে
আকাশের জল শুষে নেওয়ার কৌশলে
আজ ভালোবাসায়- পথের ভিখিরী সেই মৃত্তিকা।
প্রতিশ্রুতির কমতি ছিলো না কোন- বলেছিলো
ঠাঁই দাঁড়িয়ে থাকার- মাথার উপর; সম্পর্কহীণ
রাত এলে দিন চলে যাওয়ার মতো- ভালোবাসাও
আজ শুধু জীর্ণ মৃত্তিকার হাতে নিষ্প্রাণ আকাশ।
আমিইতো সেই মৃত্তিকা কবি,
যে দিনের আলোয় আঁধার দেখি-
হাত মাড়ালেই কলঙ্ক মাখামাখি,
এমনই হওয়ার কথা ছিলো; কেউ বলেনি তো...।
কলঙ্ক
-ফিডেল ডি সাংমা

এমনই হওয়ার কথা ছিলো!
তাইবা কেমন, কত যে শুধাই- কেউ বলে না।
শীতল সমূদ্রে আজীবন তাপের বিনিময়ে
আকাশের জল শুষে নেওয়ার কৌশলে
আজ ভালোবাসায়- পথের ভিখিরী সেই মৃত্তিকা।
প্রতিশ্রুতির কমতি ছিলো না কোন- বলেছিলো
ঠাঁই দাঁড়িয়ে থাকার- মাথার উপর; সম্পর্কহীণ
রাত এলে দিন চলে যাওয়ার মতো- ভালোবাসাও
আজ শুধু জীর্ণ মৃত্তিকার হাতে নিষ্প্রাণ আকাশ।
আমিইতো সেই মৃত্তিকা কবি,
যে দিনের আলোয় আঁধার দেখি-
হাত মাড়ালেই কলঙ্ক মাখামাখি,
এমনই হওয়ার কথা ছিলো; কেউ বলেনি তো...।



কলঙ্ক
-ফিডেল ডি সাংমা

এমনই হওয়ার কথা ছিলো!
তাইবা কেমন, কত যে শুধাই- কেউ বলে না।
শীতল সমূদ্রে আজীবন তাপের বিনিময়ে
আকাশের জল শুষে নেওয়ার কৌশলে
আজ ভালোবাসায়- পথের ভিখিরী সেই মৃত্তিকা।
প্রতিশ্রুতির কমতি ছিলো না কোন- বলেছিলো
ঠাঁই দাঁড়িয়ে থাকার- মাথার উপর; সম্পর্কহীণ
রাত এলে দিন চলে যাওয়ার মতো- ভালোবাসাও
আজ শুধু জীর্ণ মৃত্তিকার হাতে নিষ্প্রাণ আকাশ।
আমিইতো সেই মৃত্তিকা কবি,
যে দিনের আলোয় আঁধার দেখি-
হাত মাড়ালেই কলঙ্ক মাখামাখি,
এমনই হওয়ার কথা ছিলো; কেউ বলেনি তো...।