সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

কলঙ্ক
-ফিডেল ডি সাংমা

এমনই হওয়ার কথা ছিলো!
তাইবা কেমন, কত যে শুধাই- কেউ বলে না।
শীতল সমূদ্রে আজীবন তাপের বিনিময়ে
আকাশের জল শুষে নেওয়ার কৌশলে
আজ ভালোবাসায়- পথের ভিখিরী সেই মৃত্তিকা।
প্রতিশ্রুতির কমতি ছিলো না কোন- বলেছিলো
ঠাঁই দাঁড়িয়ে থাকার- মাথার উপর; সম্পর্কহীণ
রাত এলে দিন চলে যাওয়ার মতো- ভালোবাসাও
আজ শুধু জীর্ণ মৃত্তিকার হাতে নিষ্প্রাণ আকাশ।
আমিইতো সেই মৃত্তিকা কবি,
যে দিনের আলোয় আঁধার দেখি-
হাত মাড়ালেই কলঙ্ক মাখামাখি,
এমনই হওয়ার কথা ছিলো; কেউ বলেনি তো...।



কলঙ্ক
-ফিডেল ডি সাংমা

এমনই হওয়ার কথা ছিলো!
তাইবা কেমন, কত যে শুধাই- কেউ বলে না।
শীতল সমূদ্রে আজীবন তাপের বিনিময়ে
আকাশের জল শুষে নেওয়ার কৌশলে
আজ ভালোবাসায়- পথের ভিখিরী সেই মৃত্তিকা।
প্রতিশ্রুতির কমতি ছিলো না কোন- বলেছিলো
ঠাঁই দাঁড়িয়ে থাকার- মাথার উপর; সম্পর্কহীণ
রাত এলে দিন চলে যাওয়ার মতো- ভালোবাসাও
আজ শুধু জীর্ণ মৃত্তিকার হাতে নিষ্প্রাণ আকাশ।
আমিইতো সেই মৃত্তিকা কবি,
যে দিনের আলোয় আঁধার দেখি-
হাত মাড়ালেই কলঙ্ক মাখামাখি,
এমনই হওয়ার কথা ছিলো; কেউ বলেনি তো...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন