মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

Poem- সর্বভুখ

সর্বভুখ
ফিডেল ডি সাংমা

সর্বভুখ আমি; টক- ঝাল- মিষ্টি- তেতো,
সব খাই- এমনকি প্রেম ভালোবাসাও
নিত্য নতুন; মায়া-মমতা, দুঃখ-বেদনাও
কান্তিহীণ আমি, অরুচি নেই কোনটাতেই।

কষ্টক্রুশ বয়ে ভুলে যাওয়াই উচিত ছিলো;
তোমাকে মনে রাখা এত সহজ কেনো বল তো?
চলে যায় সময়, তবু থামে না পথ চাওয়া।

সর্বভুখ আমি; তবুও খাই না হতাশা-কঙ্কর
প্রত্যাশার সূর্য্য ডেকে আনবে নতুন ভোর
জানি- সেই ভোরে তুমি ফিরে আসবেই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন