বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২

ঊনে-কাব্য
ফিডেল ডি সাংমা
(স্নেহাষ্পদ কবি- লুই চিরান-কে)

কবির নাভিমূলে ছায়া-বৃক্ষ
খানিক জিরোয় স্বপ্নবাজ আঙ্গুলগুলো
নীরবে কথা হয় ভাবনার সাথে।

কবির বৃষ্টিরা চড়ে কাব্যের ভেলায়
ছন্দহীণ শব্দের মিছিল স্বপ্ন বেলায়
মাটিতে পড়ে না শুকোবার ভয়।

ঝুলিতে কবির আঙ্গুলগুলো নড়ে
শিশুর হাসির মতো এক ফালি চাঁদ
টকটকে ভরা পূর্ণিমার আশায়
জ্যোৎস্না প্লাবন বিভোর বালিকায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন