স্বপ্নগর্ভা
-ফিডেল ডি সাংমা
সবুজ পাতা ঝরে- হয়ে যায় মেঘ,
মায়া বৃন্তহীণ নিরবে উড়ে-
ঠিকানাবিহীণ; আকাশ জুড়ে।
সাদা মেঘের কাছে কালোর নাটাই
কালোর মেঘের নাটাই আলোর কাছে,
মিথুন রাশির মেঘ- যার ইচ্ছে-চুম্বনগুলো
আলিঙ্গন-শৃঙ্গারে বৃষ্টি হয়ে গেছে।
ফুটেছিলো যার স্পর্শে-প্রেমের মুকুল
ভেসেছিলো সুখ- তার সবুজ শালবনে,
তখনো ব্যস্ত কিষাণী স্বপ্ন চাষে
লুটোপুটি আবেগে-উচ্ছ্বাসে; স্বপ্নের প্লাবনে।
আজ স্বপ্ন আগুণ পিপাসু, মানি বা না মানি
যার ধারে; ভারে- নিসঙ্গ আঁধার যাত্রী
সেদিনের স্বপ্নগর্ভা কিশোরী- প্রেম কিষাণী।
স্বপ্ন কিশোরী, 'স্বপ্নগর্ভা'-জাতি = নতুন শিশু ( স্বপ্ন পূরণ)-র জন্ম দিবে।
উত্তরমুছুন-------------------------------------------------------
প্যারা-০১: নয়ন জুড়ানো চির সবুজ পাহাড়ের মতো গারো সকাজ আজ ছন্নছাড়া, লাগামহীণ (বৃন্তবিহীণ) মেঘের মত দিগ্বিদিক/ ঠিকানাবিহীণ ভেসে বেড়াই; যার সঠিক পরিচয়, মর্যাদা/ মূল্যবোধের মর্যাদা পাইনি।
প্যারা-০২: আমরা বিভ্রান্ত- কে আমাদের স্বীকৃতি দেবে, আমাকে সঠিক নির্দেশনা দেবার বদলে জাতীয় আন্তজাতিকভাবে রশি টানাটানি করে আছে, কিন্ত ঠিকই যে যার উদ্দেশ্য (রাজনৈতিক/ অর্থনৈতিক) হাসিল করে যাচ্ছে। অথচ আমাদের চাওয়া পাওয়া, প্রত্যাশা ইচ্ছাগুলো বৃষ্টি হয়ে থেমে যাওয়ার মত থেমে গেছে।
প্যারা-০৩: আমরা যেমন একদিকে ব্যাকডেটেট, অতীত স্মৃতি রোমন্থন করতে ভালোবাসি অথচ জাতির ভালো দিকগুলো ধরে রাখি না, অন্যদিকে আমরা উচ্চাশা পোষণ করি, স্বপ্ন দেখি সমাজকে নতুন করে গড়ার অথচ আবেগে- উচ্ছ্বাসের বশবর্তী হয়ে- সমাজকে গড়তে চেয়ে নিজ সংস্কৃতিকে, স্বত্তাকে, মূল্যবোধকে হারাতেও বসেছি।
প্যারা-০৪: আমরা নির্ভীক, আগুণ পিপাসু, ভাঙ্গতেও জানি,গড়তেও জানি। আমরা সেই সাহসী, শক্তিশালী জাতি। যে জাতি (স্বপ্ন কিশোরী, 'স্বপ্নগর্ভা') নতুন শিশু ( স্বপ্ন পূরণ)-র জন্ম দিবে।
দাদা, আপনার দৃষ্টিভঙ্গি,চিন্তা,চেতনাবোধ অনেক উঁচু মানের, আপনাকে আমার তরফ থেকে স্বশ্রদ্ধ প্রণাম
উত্তরমুছুন