বিবর্ণ সবুজের হাহাকার
ফিডেল ডি সাংমা
নির্মল কুড়ির চির সবুজ বৃ হবার সাধ
বাঁচার একমাত্র সম্বলই ছিলো আশা-
শাখার হাওয়ায় পাখিদের প্রনয়ালাপ শোনার
নতুন সূর্য্যের আভায় গোপন নকশীকাঁথা
ছিলো- তমসায় জোছনা নন্দন।
খরা-দুপুর রৌদ্রে ফোসকা পড়ে চৈত্রের গা
আর ছিলো মৃত্যু দুয়ার খোলা।
সবুজের শেষ আশা তবু-
গায়ে ফোসকা পড়েও
যদি কখনো পাতাবাহার হওয়া যায়।
তারপর- সবুজ পাতাবাহারের বাহারি রঙ
পেয়েছিলো ঠিকই...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন