রবিবার, ৪ মার্চ, ২০১২

Poem- আলো


আলো

ক্যামোন ছিলি আলো গাঢ় আধাঁর করে
বহুদিন পর তোর ঝিলিমিলি রাঙা পায়ের ছোয়াঁয়
রাঙিয়ে দিলি কালোয় ঢাকা ভূবন জুড়ে
ভালোবাসতে গিয়েছিলাম ভুলে
স্নেহ আদর বঞ্চিত শিশুর বেড়ে ওঠার মতো অর্ধমানব
ভালোবাসার হৃদয় এখনো আছে হারাতাম আরেকটু হলে
একটু একটু করে দূরে সরে যাচ্ছে ভয়- ধরেছি হাল
প্রতিদিন উঠোন জুড়ে বাতাস মেলবে ডানা
তুই থাকিস চিরকাল, আমারই হবি- চোখের আলো
থাকতেই হবে-যতদিন বেঁচে থাকি নইলে
আড়ি! হৃদয়ে মিশে থাক- তুই যতদিন থাকবি,
আমিও থাকবো ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন