শুক্রবার, ২ মার্চ, ২০১২

Poem- স্থবির


স্থবির
ফিডেল ডি সাংমা
কারো জীবন থেমে তো থাকে না, চলছে
আমৃত্যু; সকলে- সম্মুখের পথ ধরে
চলতেই থাকে, এক মাত্র আমি আছি,
পিছিয়ে; আগের মতো একই জায়গায়
তোমাদের এগিয়ে যাওয়ার পথ ধরে
আমার নিরন্তর তাকিয়ে থাকা
স্থবির অই পাহাড় চূড়ায়; অবহেলায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন