সোমবার, ২৬ মার্চ, ২০১২

Poem- প্রতিদান

প্রতিদান... ফিডেল ডি সাংমা

অনুরোধে; অনুভবে কোনদিন টের পাইনি
হৃদয়ের গভীরে তোমার জন্য
ছাদ ফোরা আলোর মতন
কোন বিন্দু, স্বপ্ন; অথবা ভালোবাসা।
বিন্দু বিন্দু বিষাদ- প্রায়শঃ অনুকম্পায়;
বলেছি নিঃসংকোচে- 'ভালোবাসি'।
সময় গড়ায়; ঝরায় অশ্রু সরোবর
আকন্ঠ ভালোবেসে তৃষ্ণায় হাত বাড়ালে
ও বললে,
আজ বিদায়ের ক্ষণ, বৈরাগ্যে রবি অস্তাচল
তোমার বিন্দুতে, গড়েছি আকাশ, সিন্ধু
আমি সিক্ত- কেবল তুমিই আজ রিক্ত
পরলোকে সুখে থেকো; এইলোকে আসি...।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন