বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

Poem- সেই ছবি


সেই ছবি
ফিডেল ডি সাংমা

কবিতার চলনে-বলনে ছন্দের দ্বন্দ্ব বলে কবির-ই কী দোষ বল
কাঁটে না আঁধার; কবিতার ভেতর কষ্ট-ঝর্ণা ধারা- অশ্রু ছলছল।
অসীম আকাশ জুড়ে আছে নিকষ কালো- সহস্র কষ্টের মেঘমালা
ভালোবাসার না বাসার, পাওয়ার না পাওয়ার; চিত্তে অনির্বান জ্বালা
ছোপছোপ দুঃখ-বিষাদ যেন উদ্ধত সমূদ্র ঢেউ- রন্ধ্রে রন্ধ্রে মিশে
কবিতা জানে না, কোন হাওয়ায় জ্বালা জুড়ায়- নিবৃতে নিমেষে।
পথ-ঘাট, নদী-প্রান্তর জানে, কবিতার ত দেহের শত দুঃখগুলো
হতাশার জোয়ারে ভাসে প্রতীার তরী শুধু; স্বপ্নগুলো এলোমেলো।
আমার কবিতায় বর্ণে ও প্রেমে সত্য স্ব্যা অমর- সেই কবিতার
অশ্রু মেখে বৃথা কষ্ট মুছামুছি- প্রেম হয় নাতো ম্লান সেই ছবিটার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন