বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

Poem- কালরাত্তির


কালরাত্তির
ফিডেল ডি সাংমা

স্বপ্নভাঙ্গা রাত্তির জেগে স্তব্ধ কবি
নিমেষে ফসকে গেলো ঝকঝকে ছোছনা
এখন জড়িয়ে- মুড়িয়ে থাকে কষ্ট-কাঁথায়।
ধূসর ভবন, আঁধার কাটে না কবির
এলোপাথারি টেবিল আর কাগজ-কলম
চির অনড় হাতের আঙ্গুল- মুষ্ঠিবদ্ধ
ডাহুক যাচ্ছেতাই ডাকে- কালরাত্তিরে।
দুর্লঙ্ঘ শঙ্কা অযাচিত আবির্ভাব
অবিনশ্বর সহস্র কাঞ্চন কালি, দুঃখ মাতাল
নিবু চোখে একাকী কবি কালরাত্তির জাগে
শর্তবিহীণ, স্বপ্ন জোড়ার; গড়ার আশায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন