রবিবার, ৪ মার্চ, ২০১২

Poem- নারীও মানুষ


নারীও মানুষ
(আমার কন্যা চিংআ'র উদ্দেশ্যে)
ফিডেল ডি সাংমা

প্রকৃতি তোমায় মেয়ে করেছে বলেই- তুমি নারী
তুমিও পারবে মানুষ হলে, আমি যা পারি
নারীও মানুষ। তাই মানুষ হও; শুধু মেয়ে হয়ে নয়-
পৃথিবী অপরূপ অথচ দুর্বোধ্য; করতে হবে জয়
তাই পথ চলতে হয়- গুনে গুনে, বুঝে শুনে
ওৎ পেতে অনাকাঙ্খিত বাঁধা- থাকে যেখানে।

এখোন মানুষের হীন স্বার্থের মোহে দিকবিদিক ছুটোছুটি
সুস্বপ্নের পানে উড়তে উড়তে কান্তির ভারে কখনো যদি
পড়ে যাও আঁধার, অকূল পাথারে, বিপদ শঙ্কুলে
তোমার শক্তিকে যদি করে অপমান- সরলা, অবলা বলে
স্ব-মহিমায় মহিয়সী হও, মাথা তুলো দাঁড়িয়ে
তাই- মেয়ে হয়েই নয়, বড় হও মানুষ হয়ে।।

মানুষ পৃথিবীকে বশে রাখতে চায়, আর নারীকে ঘরে
নারী মা, বোন, বঁধু, গৃহলী বলে- ঘরে বন্দি করে
সমাজ তোমাকে যদি রাখতে চায় বিন্দু বাসিনী রূপে
সততায়, সাহসে, দামিনী, নাশিনি হতে পারে নারীও
বলে-কৌশলে নারীও মানুষ, প্রসবিনী মা'র শক্তি দেখিও।

তোমার স্নিগ্ধ-কোমল, স্নেহ আর ভালবাসাও দেখিও তবে
নারীর সাহসে, কর্ম-শক্তিতে বিশ্ব যেদিন প্রকম্পিত হবে।

২টি মন্তব্য: