পথ
রনি থ্রী ডি'কে- ফিডেল ডি সাংমা
আত্মভোলা; নিজেই কি জানে
নূঁড়ি বয়ে একেবেঁকে বেশ
কোথায় নিয়েছে মোড়; কার টানে
তার কোথায় ঠিকানা শেষ।
পথের বেলায় পল্লী-বাউল সঙ্গে রাখি
কান্তির গায়ে- যার মাতাল সুর মাখি।
আহ্ ভোরের পাখি মিষ্টি হাওয়া দেখো-
স্বপ্ন হৃদয় পাতা পথের 'পর,
যাহ্ আত্মভোলা পথ- এবার চিনে রেখো
প্রেমের পথে চলছে প্রেমিকবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন