বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

Poem- রমন যন্ত্রণা


রমন যন্ত্রণা

ফিডেল ডি সাংমা

ধীরে চলো, ভীড়ে উর্ধ্বমুখী
ধরো শক্ত হাতে- বাড়াই হাত- আঁধার রাতে
পেছালে- হারালে- পোড়ামুখী।

অনির্বাণ অশ্রু ভাদর- মাকড়সা উদর
মেনেছো; মরণ মন্ত্রণা !
উপচে জোয়ার- স্বপ্নে বিভোর- আকাশ ছোঁয়ার
কুঁড়াও রমণ; যন্ত্রণা।

1 টি মন্তব্য:

  1. কলঙ্ক
    -ফিডেল ডি সাংমা

    এমনই হওয়ার কথা ছিলো!
    তাইবা কেমন, কত যে শুধাই- কেউ বলে না।
    শীতল সমূদ্রে আজীবন তাপের বিনিময়ে
    আকাশের জল শুষে নেওয়ার কৌশলে
    আজ ভালোবাসায়- পথের ভিখিরী সেই মৃত্তিকা।
    প্রতিশ্রুতির কমতি ছিলো না কোন- বলেছিলো
    ঠাঁই দাঁড়িয়ে থাকার- মাথার উপর; সম্পর্কহীণ
    রাত এলে দিন চলে যাওয়ার মতো- ভালোবাসাও
    আজ শুধু জীর্ণ মৃত্তিকার হাতে নিষ্প্রাণ আকাশ।
    আমিইতো সেই মৃত্তিকা কবি,
    যে দিনের আলোয় আঁধার দেখি-
    হাত মাড়ালেই কলঙ্ক মাখামাখি,
    এমনই হওয়ার কথা ছিলো; কেউ বলেনি তো...।

    উত্তরমুছুন