শুক্রবার, ২ মার্চ, ২০১২

Poem- রমন যন্ত্রণা


রমন যন্ত্রণা
ফিডেল ডি সাংমা

ধীরে চলো, ভীড়ে উর্ধ্বমুখী
ধরো শক্ত হাতে- বাড়াই হাত- আঁধার রাতে
পেছালে- হারালে- পোড়ামুখী।

অনির্বাণ অশ্রু ভাদর- মাকড়সা উদর
মেনেছো; মরণ মন্ত্রণা !
উপচে জোয়ার- স্বপ্নে বিভোর- আকাশ ছোঁয়ার
কুঁড়াও রমণ; যন্ত্রণা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন