টাঙ্গাইল মধুপুরের জলছত্র খ্রীষ্টদেহ ধর্মপল্লীতে বিবাহ বার্ষিকী জুবিলী এবং বিশপ পনেন পল কুবি’র জন্মদিন পালিত।
---ফিডেলডিসাংমা---
আজ ২৮ জুন’১৫ রোজ রবিবার দিনব্যাপী টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের জলছত্র খ্রীষ্টদেহ ধর্মপল্লীতে খ্রীষ্টান দম্পতিদের নিয়ে ১৫, ২০ এবং ২৫ বছরের বিবাহ বার্ষিকী জুবিলী উৎসব এবং বিশপ পনেন পল কুবি’র জন্মদিন পালন করা হয়। এ অনুষ্ঠানে ১৩৬ দম্পতি উপস্থিত হওয়ার কথা থাকলেও বর্ষাকালীন আবহাওয়া এবং দূরত্বের কারণে মাত্র ৪১ জোড়া দম্পতি উপস্থিত হতে পেরেছিলেন। এছাড়াও প্রায় হাজার খানেক খ্রীষ্টভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ মহাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উক্ত দম্পতিদের বিবাহের পুনঃশপথবাক্য পাঠ করান ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পল পনেন কুবি, সি.এস.সি প্রমুখ। জলছত্র খ্রীষ্ট দেহ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এপোলো রোজারিও সি.এস.সি-র সভাপতিত্বে আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাঃ আলেক্স রাবানল সি.এস.সি এবং ফাঃ তরুণ বনোয়ারী, সি.এস.সি। অনুষ্ঠানের শুরুতে পুষ্পাঞ্জলি, দীপশিখা অর্পনের মধ্য দিয়ে উপস্থিত সকল দম্পতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত খ্রীষ্টভক্তদের বরণ করে নেওয়া হয়।
বিশপ পল পনেন কুবি, সি.এস.সি দম্পতিদের উদ্দেশে বলেন, পারিবারিক জীবন সুখের, আনন্দের, আগামীর সুন্দর স্বপ্নের। তবে, সংসার জীবনে পারষ্পারিক মতৈক্য, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস থাকতে হয়। তাই যে কোন বাঁধায় ধৈর্য, সাহস রাখতে হয়, দুজনে মিলে আত্মবিশ্বাস, সঙ্কল্প থাকতে হয় এবং প্রার্থনা করতে হয়। তখনই সংসারে নামক পৃথিবীতে ভোরের আলো ফুটবে।
ফাঃ আলেক্স রাবানল সি.এস.সি বলেন, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে যে সেতুবন্ধন গড়ে উঠেছে, তা সন্তান জন্মদান এবং তাদের খ্রিষ্টীয় আদর্শে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে পরিবার নামক যৌথ সংগঠনের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়। চলার পথে পারিপার্শিক বাঁধা- প্রলোভন, সমালোচনা, হুমকী, অযাচিত প্রশ্ন ইত্যাদি থাকা খুবই স্বাভাবিক। শয়তান আমাদের পাপে ফেলবার জন্য দুঃখ কষ্ট পাবার জন্য কুমন্ত্রণা দিতে থাকে। তাই সমূহ বিপদ বা বাঁধা জয় করতে দুজনকেই প্রস্তুত, স্থির থাকতে হয়; আর এ বিজয় আসে ঈশ্বরের কাছথেকে।
সম্বর্ধিত দম্পতিদের মধ্যে মিসেস স্বপ্না চিসিম এবং ইউজিন নকরেক তাঁদের বৈবাহিক জীবনের সুখ-দুঃখ, হাসি-আনন্দের কথা ব্যাক্ত করার মাধ্যমে উপস্থিত দর্শক সকলকে আনন্দ দেন। বক্তাদ্বয় উপস্থিত দম্পতিদের পক্ষে সবার উদ্দেশে বলেন, আমরাও সবার মতোই সুখে-দুঃখকে নিয়েই সংসার জীবনে এতগুলো বছর পার করে এসেছি। আজকে আমরা যারা পুনরায় শপথ নিয়েছি, আমাদের বাকী জীবন যেন আরও ভালোভাবে চলতে পারি। তাই আপনাদের সবার কাছে সংসার আশীর্বাদ এবং প্রার্থনা চাই।
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এপোলো রোজারিও সি.এস.সি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে বলেন, আজ মোট ১৩৬টি দম্পতিদের জন্য বিশেষ একটা দিন। মহান ঈশ্বরের পরিকল্পনা এবং আশীর্বাদ ছাড়া ১৫, ২০ এবং ২৫ বছরের জুবিলী পালন করা সম্ভব হতো না। আজ তাঁদের ঈশ্বরকে ধন্যবাদ দেবার দিন, সেসাথে আমরা যারা আছি, আমাদেরও আনন্দের দিন। আপনারা দীর্ঘ এ সংসার জীবনে নিশ্চয় বুঝতে পেরেছেন, প্রত্যেকটি পরিবারে কোন না কোন সময় ছোট বড় বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়েছে। সে সময় আমাদের মন দূর্বল হতে পারে, হতাশা, অভাব আসতে পারে। আত্মিকভাবে পাপের ইচ্ছা, বাসনা আসতে পারে; তথাপি অনাকাঙ্খিত এ বাঁধাসমূহকে দুজনের জয় করার ইচ্ছাশক্তি দিয়ে, ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে পরিবারকে পরিচালিত করতে হবে। আমরা চাই, প্রত্যেকটি পরিবার হোক, সারা বিশ্বের মাঝে একেকটি আদর্শ পরিবার।
অনুষ্ঠান শেষে সম্বর্ধিত সকল দম্পতিকে একটি করে রোজারি মালা এবং একটি করে পারিবারিক প্রার্থনার চমৎকার কার্ড প্রদান এবং উপস্থিত সকল খ্রিষ্টভক্তদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়।
---ফিডেলডিসাংমা---
আজ ২৮ জুন’১৫ রোজ রবিবার দিনব্যাপী টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের জলছত্র খ্রীষ্টদেহ ধর্মপল্লীতে খ্রীষ্টান দম্পতিদের নিয়ে ১৫, ২০ এবং ২৫ বছরের বিবাহ বার্ষিকী জুবিলী উৎসব এবং বিশপ পনেন পল কুবি’র জন্মদিন পালন করা হয়। এ অনুষ্ঠানে ১৩৬ দম্পতি উপস্থিত হওয়ার কথা থাকলেও বর্ষাকালীন আবহাওয়া এবং দূরত্বের কারণে মাত্র ৪১ জোড়া দম্পতি উপস্থিত হতে পেরেছিলেন। এছাড়াও প্রায় হাজার খানেক খ্রীষ্টভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ মহাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উক্ত দম্পতিদের বিবাহের পুনঃশপথবাক্য পাঠ করান ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পল পনেন কুবি, সি.এস.সি প্রমুখ। জলছত্র খ্রীষ্ট দেহ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এপোলো রোজারিও সি.এস.সি-র সভাপতিত্বে আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাঃ আলেক্স রাবানল সি.এস.সি এবং ফাঃ তরুণ বনোয়ারী, সি.এস.সি। অনুষ্ঠানের শুরুতে পুষ্পাঞ্জলি, দীপশিখা অর্পনের মধ্য দিয়ে উপস্থিত সকল দম্পতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত খ্রীষ্টভক্তদের বরণ করে নেওয়া হয়।
বিশপ পল পনেন কুবি, সি.এস.সি দম্পতিদের উদ্দেশে বলেন, পারিবারিক জীবন সুখের, আনন্দের, আগামীর সুন্দর স্বপ্নের। তবে, সংসার জীবনে পারষ্পারিক মতৈক্য, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস থাকতে হয়। তাই যে কোন বাঁধায় ধৈর্য, সাহস রাখতে হয়, দুজনে মিলে আত্মবিশ্বাস, সঙ্কল্প থাকতে হয় এবং প্রার্থনা করতে হয়। তখনই সংসারে নামক পৃথিবীতে ভোরের আলো ফুটবে।
ফাঃ আলেক্স রাবানল সি.এস.সি বলেন, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে যে সেতুবন্ধন গড়ে উঠেছে, তা সন্তান জন্মদান এবং তাদের খ্রিষ্টীয় আদর্শে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে পরিবার নামক যৌথ সংগঠনের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়। চলার পথে পারিপার্শিক বাঁধা- প্রলোভন, সমালোচনা, হুমকী, অযাচিত প্রশ্ন ইত্যাদি থাকা খুবই স্বাভাবিক। শয়তান আমাদের পাপে ফেলবার জন্য দুঃখ কষ্ট পাবার জন্য কুমন্ত্রণা দিতে থাকে। তাই সমূহ বিপদ বা বাঁধা জয় করতে দুজনকেই প্রস্তুত, স্থির থাকতে হয়; আর এ বিজয় আসে ঈশ্বরের কাছথেকে।
সম্বর্ধিত দম্পতিদের মধ্যে মিসেস স্বপ্না চিসিম এবং ইউজিন নকরেক তাঁদের বৈবাহিক জীবনের সুখ-দুঃখ, হাসি-আনন্দের কথা ব্যাক্ত করার মাধ্যমে উপস্থিত দর্শক সকলকে আনন্দ দেন। বক্তাদ্বয় উপস্থিত দম্পতিদের পক্ষে সবার উদ্দেশে বলেন, আমরাও সবার মতোই সুখে-দুঃখকে নিয়েই সংসার জীবনে এতগুলো বছর পার করে এসেছি। আজকে আমরা যারা পুনরায় শপথ নিয়েছি, আমাদের বাকী জীবন যেন আরও ভালোভাবে চলতে পারি। তাই আপনাদের সবার কাছে সংসার আশীর্বাদ এবং প্রার্থনা চাই।
ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার এপোলো রোজারিও সি.এস.সি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে বলেন, আজ মোট ১৩৬টি দম্পতিদের জন্য বিশেষ একটা দিন। মহান ঈশ্বরের পরিকল্পনা এবং আশীর্বাদ ছাড়া ১৫, ২০ এবং ২৫ বছরের জুবিলী পালন করা সম্ভব হতো না। আজ তাঁদের ঈশ্বরকে ধন্যবাদ দেবার দিন, সেসাথে আমরা যারা আছি, আমাদেরও আনন্দের দিন। আপনারা দীর্ঘ এ সংসার জীবনে নিশ্চয় বুঝতে পেরেছেন, প্রত্যেকটি পরিবারে কোন না কোন সময় ছোট বড় বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয়েছে। সে সময় আমাদের মন দূর্বল হতে পারে, হতাশা, অভাব আসতে পারে। আত্মিকভাবে পাপের ইচ্ছা, বাসনা আসতে পারে; তথাপি অনাকাঙ্খিত এ বাঁধাসমূহকে দুজনের জয় করার ইচ্ছাশক্তি দিয়ে, ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে পরিবারকে পরিচালিত করতে হবে। আমরা চাই, প্রত্যেকটি পরিবার হোক, সারা বিশ্বের মাঝে একেকটি আদর্শ পরিবার।
অনুষ্ঠান শেষে সম্বর্ধিত সকল দম্পতিকে একটি করে রোজারি মালা এবং একটি করে পারিবারিক প্রার্থনার চমৎকার কার্ড প্রদান এবং উপস্থিত সকল খ্রিষ্টভক্তদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন