বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

Poem- নেই


নেই

আজো নেই শব্দটা পিছু ছাড়ে না কিছুতেই
নান্দনিকতার বেড়াজালে বাঁধা মানুষ
এটা করতে নেই, ওরকম হতে নেই-
বিরক্তিকর নেই শব্দটা পিছু ছাড়ে না কিছুতেই।
কালের চাকায় নিষ্পেষিত বন্দি তৃষা
ভ্রুণ হতে শিশু, যৌবন পেরিয়ে পৌঢ়ত্বে
যা চেয়েছি; তার কিছু কি পেয়েছি কখনো?
সীমাহীন বাঁধা পেরিয়েও নিঃস্ব শুণ্য থলে
ছড়াছড়ি কুড়াতে যোগ্য কি হারিয়েছি কিছু?
যেমন ণিক বিলাসে স্বর্গীয় সুখের চন্দন মাটি
খালি হাতে এসে ফিরে যাবো খালি...
আজো নেই শব্দটা পিছু ছাড়ে না কিছুতেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন