রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

Poem- বাঁধা

বাঁধা

ফিডেল ডি সাংমা

অই আকাশ নীল ক্যান্‌ ছোঁব না, কবি
হিম শীতল মাটির সবুজ ছায়া
যদি ওঠে আকাশ আগুণ ঝর
সুখের গৃহত্যাগ; হাওয়ায় পুড়বে সবি।
অই আলো ক্যান্‌ ছুটে আসে প্রায়
ছাতক পায় না দূর্বাঘাসের ঘ্রাণ
আমি আঁখি বন্ধ করে দেখি- ঠোঁটে
শিশির ঝিলিক তোমার শোভা পায়।
আমার মতো সবাই; ক্যান্‌ স্বপ্নপুরেই বাঁধা
ভালোবাসার অপরাধে, স্তব্ধ শ্যামের রাধা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন