ঝড়ের পূর্বাভাস!
~ফিডেল ডি সাংমা~
~~~~~~~~~~~~~~~
মৃত্যসঞ্জীবনী সুধায় মত্ত মন- কালের সংগমে
ভাবনাপ্রসবিনী জন্ম দেয় সীমাহীন শঙ্কা;
কথার পাহাড়-বোঝা বয়ে দিশাহারা পথিক,
নামে না, কি করে কমে হিমালয় চূঁড়ার ভার।
বনখেকোদের দায়ের কোপে স্তব্ধ পাখি,
শালবন কাপে সীমাহীণ ভূমিকম্পণ শঙ্কায়
হাওয়ায় কান্নার সুর দুর্লঙ্ঘ ঝড়ের পূর্বাভাসে
আজন্ম তাই কি বয়ে যাবো হিমালয় চূঁড়া!
অন্তিম বলে কিছু থাকতে নেই,
শুরু সেখানেই
হিমশীতল হিমালয় নত হয় সূর্যোত্তাপে।।
~২৩/০৪/২০১৫~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন