বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

ঝড়ের পূর্বাভাস!

@@ ঝড়ের পূর্বাভাস! @@
~~~~~~~~~~~~~~~
অনেক কথার বোঝা- হিমালয় চূঁড়া,
কিকরে কমাবো, অক্ষম আমি,
অথচ- মৃত্যসঞ্জীবনী সুধায় মত্ত কালের সংগমে
মন সীমাহীন ভাবনাপ্রসবিনী।

মাইরি! যাবো কার কাছে-
বনখেকোদের দায়ের কোপে স্তব্ধ পাখি,
মৃত্যুভয় সাগরের গর্জনে,
হাওয়ারাও কাঁদে বৈশাখী ঝড়ের পূর্বাভাসে।
দিগ্বিদিক খুঁজে বেড়াই মন,
সমঝদার নেই, অজুহাতের শেয নেই;
বলে, কালে হয় নি, অকালে তা হয় কিকরে
আজ বুঝেছি, আমার ভুলের সময় গেছে ভুলে।
আজন্ম তাই বয়ে বেড়াই অক্ষয় হিমালয় চূঁড়া!!
~~ফিডেল ডি সাংমা~~২৩/০৪/২০১৫~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন