বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

দৃষ্টিপাতঃ ৫- গারো ভাষায় ধর্ষক, ধর্ষণ, ধর্ষিতা, যৌন হয়রানি, সমকামিতা ইত্যাদির কোন প্রতিশব্দ নেই।

দৃষ্টিপাতঃ ৫- গারো ভাষায় ধর্ষক, ধর্ষণ, ধর্ষিতা, যৌন হয়রানি, সমকামিতা ইত্যাদির কোন প্রতিশব্দ নেই।

(১) কতিপয় বেহায়া পুরুষের জন্য সমগ্র পুরুষ জাতিকে তিরস্কার হজম করতে হয়। ওরা পুরুষ নয়, পশু। কাপুরুষররাই নিজেদের অসভ্যতাকে সংবরণ করতে অক্ষম।
নারী, ক্ষমা চাওয়ার মুখ নাই। প্রতিশোধ নিতে শেখ। চিরকালের জন্য ওদের কাপুরুষ করে দাও। আমার বিশ্বাস, দুজন নারীর জীবনের বিনিময়ে দুই কোটি নারী বাঁচবে।

(২) আদিবাসিদের কাছথেকে বাংগালীদের অনেক কিছুই শেখার আছে। আমরা আমাদের বড়দিন, নববর্ষ, ছোটদিন, বিয়ে, বাগদান, শ্রাদ্ধ, মানসা, সভা সেমিনারে নারী পুরুষ সবাই একসাথে আনন্দ ফুর্তি করি, সারারাত নাচি, গাই, কীর্তন করি। তবুও কেউ কাউকে এমন বিশ্রী অভিযোগ দিতে পারে না। আমরা নারীকে তার যথাযথ সম্মান দিতে জানে বলে আদিবাসী পুরুষের দ্বারা নারীরা যৌন নির্যাতিত হয় না। অর্থাৎ বাংগালী নারীর তুলনায় আদিবাসী নারী অনেক বেশি নিরাপদ।

(৩) আমাদের গারো ভাষায় ধর্ষক, ধর্ষণ, ধর্ষিতা, যৌন হয়রানি, সমকামিতা ইত্যাদির কোন প্রতিশব্দ নেই। আমরা লেখাপড়া না শিখলে জানতামই না এই শব্দগুলোর অর্থ কি। আমাদের বাবা মা নারীকে, মায়ের জাতকে এবং সকল মানুষকে সম্মান দিতে শিখিয়েছেন। আমরাও আমাদের ছেলেমেয়েদের তাই শিখাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন