দামা
লাইব্রেরীর গঠনতন্ত্র
প্রতিষ্ঠানের নামঃ দামা
লাইব্রেরী
স্থানঃ ধরাটি, পোস্টঃ পীরগাছা,
উপজেলাঃ মধুপুর, জেলাঃ টাঙ্গাইল।
প্রতিষ্ঠাকালঃ পুনরুত্থান রবিবার, ৫ই
এপ্রিল-২০১৫ খ্রীষ্টাব্দ।
দামা লাইব্রেরীর উদ্দেশ্যঃ
১) দামা গ্রুপ এলাকার সদস্যদের দ্বারা
সামাজিকভাবে শিক্ষার আন্দোলন গড়ে তোলা।
২) ছাত্রছাত্রীদের মাঝে প্রাতিষ্ঠানিক
শিক্ষার পাশাপাশি সহশিক্ষাক্রমে উৎসাহিত করা এবং মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা।
৩) এলাকায় লাইব্রেরীর কেন্দ্রিক
বিভিন্ন আলোচনা ও তথ্য বিনিময়ের মাধ্যমে জনগণকে উচ্চশিক্ষার জন্য উদ্বুদ্ধকরণ এবং
শিক্ষায় ঝরে পড়া রোধ এবং সচেতন করা।
৪) গ্রামীণ কৃষক এবং গৃহিণীদের জন্য
তাঁদের উপযুক্ত বই পড়তে উৎসাহিত করা।
৫) লাইব্রেরী পরিচালনার মাধ্যমে
সংশ্লিষ্ট জনগণের মাঝে নিয়মতান্ত্রিক দায়িত্ববোধ ও শৃংখলা এবং নৈতিকতাবোধ জাগিয়ে
তোলা।
৬) লাইব্রেরীর মাধ্যমে বিভিন্ন শিক্ষা
ও সেবা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখার ক্ষেত্র সৃষ্টি করা।
৭) লাইব্রেরীকে রেজিস্ট্রিকরণের
মাধ্যমে এলাকায় একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করা।
৮) দামা লাইব্রেরীর মালিক হবেন জনগণ। তাই
সমবেতভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই লাইব্রেরীর পরিচালনা করা।
দামা
লাইব্রেরীর নীতিমালাঃ
১) দামা লাইব্রেরী একটি অলাভজনক,
শিক্ষা ও বিনোদনমূলক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে।
২) রাষ্ট্রীয় রাজনৈতিক দল, সামাজিক
সংগঠন, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং কোন ধর্মীয় প্রতিষ্ঠান অথবা সম্প্রদায়ের প্রভাবমুক্ত
থাকবে।
৩) এই প্রতিষ্ঠানের একটি
গঠনতন্ত্র/নীতিমালা থাকবে এবং ২ বছর মেয়াদী পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হবে।
৪) লাইব্রেরী দামা গ্রুপের এলাকার
সকলের জন্য উন্মুক্ত থাকবে।
৫) দামা লাইব্রেরীর জন্য
প্রাতিষ্ঠানিক শিক্ষাবোর্ডের বই, নোট ও সহায়িকা, অন্যান্য সামাজিক-পারিবারিক ও
ব্যাক্তি শিক্ষামূলক যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নেতৃত্ব, ধর্মীয় পুস্তকাদি
সংগ্রহ, প্রদান, গ্রহণ ও বিনিময় করতে পারবেন।
৬) কোনক্রমেই ব্যক্তি, পরিবার এবং
আর্থ-সামাজিকভাবে অগ্রহণযোগ্য, কুরুচিপূর্ণ অশ্লীল বই, সিডি এবং কোন প্রকার তথ্যাদি
সংগ্রহ, প্রদান, ক্রয় ও বিনিময় করা যাবে না।
৭) দামা লাইব্রেরী খোলা থাকবে-
·
প্রতি রবিবার
সকাল ১০:০০ হতে বিকাল ০৫:০০টা
·
প্রতি শুক্রবার
দুপুর ০৯:০০টা হতে বিকাল ০৫:০০টা
·
শনিবার এবং
সোমবার হতে বৃহস্পতিবার দুপুর ০২:০০টা হতে বিকাল ০৫:০০টা পর্যন্ত।
৮) দামা লাইব্রেরীর উন্নয়নের জন্য যে
কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান নগদ অর্থ, বইপত্র, সিডি ও অন্যান্য সরঞ্জামাদি বিনাশর্তে
প্রদান করতে পারবেন।
৯) নগদ অর্থ, বইপত্র, সিডি ও অন্যান্য
সরঞ্জামাদি প্রদানকারী কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান সকলকেই দাতা হিসাবে নথিভুক্ত
হবেন।
১০) লাইব্রেরীর উন্নয়নের জন্য এককালীন
সর্বনিম্ন ১০’০০০ নগদ অর্থ অথবা সরঞ্জামাদি প্রদানকারীকে গোল্ডেন মেম্বার হিসাবে
সম্মানিত করা হবে।
লাইব্রেরীথেকে সদস্যদের বই গ্রহণ ও
জমা প্রদানের শর্তাবলীঃ
১) লাইব্রেরীতে সদস্য হিসাবে
নিবন্ধকরণের মাধ্যমে বই পড়তে ইচ্ছুক যে কেউ সদস্য হতে পারবেন। সদস্যপদ গ্রহণের জন্য
নিম্নোক্ত হারে ভর্তি ফিস প্রদান করবেন-
·
প্রাথমিক
বিদ্যালয়ের ছাত্রছাত্রী জনপ্রতি- ৫/= টাকা
·
উচ্চবিদ্যালয়
ছাত্রছাত্রী- জনপ্রতি ১০/=
·
কলেজ বিশ্ববিদ্যালয়ের
ছাত্রছাত্রী- জনপ্রতি ২০/=
·
সাধারণ
অভিভাবকমণ্ডলী জনপ্রতি- ১০/=
·
ব্যবসায়ী ও
চাকরিজীবী জনপ্রতি ৫০/=
২) লাইব্রেরীথেকে সদস্যগণ প্রতিবার
একসাথে সর্বোচ্চ ২টি বই/সিডি এক সপ্তাহের জন্য বাড়িতে নিতে পারবেন।
৩) লাইব্রেরীথেকে বই, ম্যাগাজিন, সিডি
এবং অন্যান্য তথ্যাদিসমূহ গ্রহণের জন্য নিম্নোক্ত হারে এক সপ্তাহের জন্য ফিস
প্রদান করবেন-
·
প্রাথমিক
বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রতিটি বই ৫/= টাকা
·
উচ্চবিদ্যালয়ের
প্রতিটি বই/বস্তু ৫/=টাকা
·
কলেজ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রতিটি বই/বস্তু ৫/= টাকা
·
সাধারণ
অভিভাবকমণ্ডলী প্রতিটি বই/বস্তু- ৫/= টাকা
·
ব্যবসায়ী ও
চাকরিজীবী প্রতিটি বই/বস্তু ১০/= টাকা
৪) লাইব্রেরীতে বসে বই, ম্যাগাজিন এবং
দৈনিক/সাপ্তাহিক পত্রিকা ইত্যাদি পড়তে ইচ্ছুক ব্যাক্তিকে প্রতি ঘন্টায় ২/= টাকা
প্রদান করবেন।
৫) লাইব্রেরীথেকে গ্রহণকৃত বই,
ম্যাগাজিন, সিডি এবং অন্যান্য তথ্যাদিসমূহ কোনভাবে ক্ষতিগ্রস্ত অথবা হারিয়ে গেলে
উক্ত বস্তু ক্রয়/সংগ্রহ করে অথবা সমমূল্যে নগদ অর্থ লাইব্রেরীতে জমা দিতে বাধ্য
থাকবেন। অন্যথায় উক্ত ব্যাক্তি এবং পরিবারের সদস্যবৃন্দ লাইব্রেরীর সদস্যপদ এবং
অন্যান্য সুবিধাদি হারাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন