শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

অদৃশ্য ব্যবধান

* অদৃশ্য ব্যবধান *
ফিডেল ডি সাংমা
------------------------------

জীবন-ভেলা ভাসানো তার- স্বপ্ন আর কবিতায়
হৃদ মাঝারে- যার প্রেমের পরশ; রঙ ছবিটায়।
 
সিক্ত কাব্য-ভূবন; ঝর্ণাধারার শব্দে ও ছন্দে,
জীবন বিভোর, স্বপ্ন রঙ্গিন, হাসি ও আনন্দে।
 
আহা- আকাশ মেঘে কাজলা কালো, ঐ অশ্রুমুখী
এখন, পাহাড় পাথর- জনম নিথর; জনম দুঃখী।
 

না, কখনো কবিতা কেউ ছাড়ি নি; সেও না
দুজনে এত কাছাকাছি; তবু কেনো কেউ কাছে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন