চিতায় পোড়ে- স্বপ্নবাসর
ফিডেল ডি সাংমা
জানি, কৈশোরের তুলতুলে কিশোরী নও আর
ছলছলাৎ পূর্ণ যৌবনা; স্বপ্নে স্বপ্নে ছুটে চলার
গায়ের মেঘে গড়েছে আমার শহুরে বেলা
স্বপ্ন নিয়েই তোমার সাথে করছি বসবাস।
আজ অনেকদিন পর তোমায় দেখলাম
একি দেখলাম, শুনলাম, কেন জানলাম !
উদাস চোখ; এলো চুল, পরনে সাদা শাড়ী
উচ্ছ্বল হরিণী; চঞ্চলতাহীণ অবলা নারী।
কেমন করে- চিতায় পোড়ে- স্বপ্নবাসর
শুধুই আমার- প্রিয়তমার- স্বপ্নে আগুণ,
কেন কাটে না- স্বপ্ন কন্যার- দুঃখ ফাগুণ
ফিডেল ডি সাংমা
জানি, কৈশোরের তুলতুলে কিশোরী নও আর
ছলছলাৎ পূর্ণ যৌবনা; স্বপ্নে স্বপ্নে ছুটে চলার
গায়ের মেঘে গড়েছে আমার শহুরে বেলা
স্বপ্ন নিয়েই তোমার সাথে করছি বসবাস।
আজ অনেকদিন পর তোমায় দেখলাম
একি দেখলাম, শুনলাম, কেন জানলাম !
উদাস চোখ; এলো চুল, পরনে সাদা শাড়ী
উচ্ছ্বল হরিণী; চঞ্চলতাহীণ অবলা নারী।
কেমন করে- চিতায় পোড়ে- স্বপ্নবাসর
শুধুই আমার- প্রিয়তমার- স্বপ্নে আগুণ,
কেন কাটে না- স্বপ্ন কন্যার- দুঃখ ফাগুণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন