মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর
ফিডেল ডি সাংমা
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
আনন্দ-হাসি আর উচ্ছাসে ভরপুর।
যার শ্যামল শালপাতার সবুজ স্পর্শে
মায়া মমতা জাগে অন্তহীণ
যার বংশাই জলের শীতল স্পর্শে
হৃদয়ে জাগে সুখের বীণ।
যেখানে বাঙ্গালী-গারো; থাকি গলাগলি
মা, মাটির উন্নয়ন, একতার কথা বলি
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
কষ্ট ঘুচানোর সবার বজ্রকন্ঠ; একই সুর।
যেখানে মনের মত নেতা চাই
নেট চাই, গ্যাস চাই, জেলা চাই,
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
সবার চাওয়া মধুপুরবাসীর কষ্ট দূর।
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
মধুপুর হোক আনন্দে সুখে ভরপুর
ফিডেল ডি সাংমা
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
আনন্দ-হাসি আর উচ্ছাসে ভরপুর।
যার শ্যামল শালপাতার সবুজ স্পর্শে
মায়া মমতা জাগে অন্তহীণ
যার বংশাই জলের শীতল স্পর্শে
হৃদয়ে জাগে সুখের বীণ।
যেখানে বাঙ্গালী-গারো; থাকি গলাগলি
মা, মাটির উন্নয়ন, একতার কথা বলি
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
কষ্ট ঘুচানোর সবার বজ্রকন্ঠ; একই সুর।
যেখানে মনের মত নেতা চাই
নেট চাই, গ্যাস চাই, জেলা চাই,
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
সবার চাওয়া মধুপুরবাসীর কষ্ট দূর।
মধুপুর, আমার জন্ম-ভূমি; মধুপুর-
মধুপুর হোক আনন্দে সুখে ভরপুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন