মানুষ মৃত্যুর কয়েক মূহুর্ত দূরে; তবু কেউ ভাবি না
শুধুই এক পা, দুই পা করে সম্মুখ পদক্ষেপ,
অপ্রতিরোধ্য দূরদৃষ্টি; হাওয়া ভেদ করে
সামনের দিকে; এগিয়ে চলাই কাজ।
জন্মান্ধ নই কেউ- তবু কেউ দেখে না,
হাসির প্রলেপে মনের ভেতর কতটা কষ্টের স্তুপ;
আর ক্ষণিক আনন্দের বলিরেখায় অশ্রু- বাঁধ।
ভেতর বাইরে; দৃষ্টিতে শুধুই চাপা-চাপি, ধাপাধাপি!
কষ্ট বিরহের পরেও কষ্ট থাকে? নাকি শুধুই বিরহিনীর?
বিরহিনীর ভেতর নিভৃত আবাস আমার
কেউ জন্মান্ধ নই -
তবু কষ্ট আড়াল কষ্টগুলো কেউ দেখি না
শুধুই এক পা, দুই পা করে সম্মুখ পদক্ষেপ,
অপ্রতিরোধ্য দূরদৃষ্টি; হাওয়া ভেদ করে
সামনের দিকে; এগিয়ে চলাই কাজ।
জন্মান্ধ নই কেউ- তবু কেউ দেখে না,
হাসির প্রলেপে মনের ভেতর কতটা কষ্টের স্তুপ;
আর ক্ষণিক আনন্দের বলিরেখায় অশ্রু- বাঁধ।
ভেতর বাইরে; দৃষ্টিতে শুধুই চাপা-চাপি, ধাপাধাপি!
কষ্ট বিরহের পরেও কষ্ট থাকে? নাকি শুধুই বিরহিনীর?
বিরহিনীর ভেতর নিভৃত আবাস আমার
কেউ জন্মান্ধ নই -
তবু কষ্ট আড়াল কষ্টগুলো কেউ দেখি না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন