শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

চুপ


চুপ
----------------
কাগজের স্তুপথেকে প্রায়ই বলে সাদাপাতাগুলোর কেও,
কলম-দানীতেও যোগ্য নোস কিংবা কবির টেবিলেও;
তুই কালি- আরেকটু অপেক্ষা কর, থাকবি পড়ে ঠাই-
সেদিন তোকে দেবোই তালাক, স্থান পায়ের তলায়।

দুঃখে কলম বলে, এমন বড়াই ক্যান- ক্যামন তোর আচার?
তোর জীবনও তা-ই হয়, মিষ্টির প্যাকেট নয়তো টিস্যু পেপার।

আহাহা- চুপ, থাম! কবি বলে, এমন করিস ক্যান তোরা
দুজনই দুজনের সম্পূরক; কেউ নোস কাউকে ছাড়া-
তোদের নিবিড় আলিঙ্গনে, আমার প্রেমের কাব্য- জন্ম দিবি।
তবু জেনো, কাগজ-কলম মিলনকালে অশ্রু ঝরায় কবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন