শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

দৃষ্টিহীণ চোখেও ঝিলিক স্বপ্ন থাকে, জানো?

জন্মান্ধের চোখে জল ঝরতে দ্যাখেছো, কখনো?
স্বচ্ছ, প্রখর দৃষ্টিবানের মতো; নোনটা ঝিলিক।
গভীর ক্ষত হতে ঝরে, অবিরাম, পাথর বোঝা কষ্ট
ভারি বৃষ্টির মতো, নদী-ঝরণার মতো; দ্যাখো নি-
বুকের ভেতর লেপ্টে থাকা, ভারি কষ্টদায়ক কষ্ট।

দৃষ্টিহীণ চোখেও ঝিলিক স্বপ্ন থাকে, জানো?
স্বপ্ন দ্যাখতে দৃষ্টি লাগে? না; শুধু অনুভবের।
অনুভবেই সাদাকালো স্বপ্নগুলো হয়ে ওঠে রত্ন
হাত বাড়াও, ছুঁয়ে দ্যাখো শিশির-শিশির মসৃণ;
দীর্ঘশ্বাসে, নিখুঁত ভাঁজে- স্বপ্নের ভেতর নতুন স্বপ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন