দাঁড়াও পথিক!
*ফিডেল ডি সাংমা*
হে লক্ষ্যহীণ পথভ্রষ্ট পথিক, সুদূর চীন- তিব্বত- আসাম হয়ে
বুকে একসাগর আশার বোঝা নিয়ে- চলেছো কোথায় তুমি; দাড়াও।
খ্রীষ্টপূর্ব দুই হাজার হতে; ততধিক কালে এসেও, তবুও ছুটে চলা-
লাগামহীণ অশ্বের মতো, উর্ধ্বমূখী কিসের মায়ায়; কোন মরিচিকায়।
তাতারা-রাবুগা, কালকমে, নাওয়াং তোমায় কি দেয় নি শান্তির আকাশ
দেবী সুসমী, আসিমা দিংসিমা হাসছে না কি মুখ টিপে রঙ্গ দেখে,
সালজং কি দেখছে না তার প্রেরিতের হাতে গড়া কৃত্রিম সংস্কৃতিকে।
ছিঃ দবুক দকা ভালো ছিলো না, লিভ টুগেদার ভালো কি?
ওয়ানগালা, রংচু’গালা ভালো ছিলো না, কমিউনিটি সেন্টার ভালো কি
খারি, কাপ্পা, উয়িতেপা ভালো ছিলো না চাইনিজ পোলাও ভালো কি
ভালো না দকমান্দা-দকসারি; ধাঁধানো ফিনফিনে জামদানী ভালো কি
মসলিন আর দামী গহনায় প্রসাধনীমাখা দেহখানা জড়িয়ে,
দাঁড়ালে দামী আয়নায়; তবু দেখো নি নিজেকে, নিজের চেতনাকে।
পথভ্রষ্ট পথিক! চলো ফিরে যাই ফেলে আসা সবুজ অরণ্যে,
মায়ের কাছে, ভাষার কাছে, আজিয়া রেরের সমাজ-সংস্কৃতির কাছে।
চলো ছুঁড়ে ফেলে দেই দূরে; মেকি সভ্যতা, হিংসা-বিদ্বেষ,
হাতে হাত ধরে, আত্ম-অহঙ্কার ছেড়ে এসো গড়ি মহামিলনের ঘর
সকলে মিলে প্রতিটি হৃদয়ে রেনেসাঁর বীজ বুনি, স্বপ্নের, চেতনার
*ফিডেল ডি সাংমা*
হে লক্ষ্যহীণ পথভ্রষ্ট পথিক, সুদূর চীন- তিব্বত- আসাম হয়ে
বুকে একসাগর আশার বোঝা নিয়ে- চলেছো কোথায় তুমি; দাড়াও।
খ্রীষ্টপূর্ব দুই হাজার হতে; ততধিক কালে এসেও, তবুও ছুটে চলা-
লাগামহীণ অশ্বের মতো, উর্ধ্বমূখী কিসের মায়ায়; কোন মরিচিকায়।
তাতারা-রাবুগা, কালকমে, নাওয়াং তোমায় কি দেয় নি শান্তির আকাশ
দেবী সুসমী, আসিমা দিংসিমা হাসছে না কি মুখ টিপে রঙ্গ দেখে,
সালজং কি দেখছে না তার প্রেরিতের হাতে গড়া কৃত্রিম সংস্কৃতিকে।
ছিঃ দবুক দকা ভালো ছিলো না, লিভ টুগেদার ভালো কি?
ওয়ানগালা, রংচু’গালা ভালো ছিলো না, কমিউনিটি সেন্টার ভালো কি
খারি, কাপ্পা, উয়িতেপা ভালো ছিলো না চাইনিজ পোলাও ভালো কি
ভালো না দকমান্দা-দকসারি; ধাঁধানো ফিনফিনে জামদানী ভালো কি
মসলিন আর দামী গহনায় প্রসাধনীমাখা দেহখানা জড়িয়ে,
দাঁড়ালে দামী আয়নায়; তবু দেখো নি নিজেকে, নিজের চেতনাকে।
পথভ্রষ্ট পথিক! চলো ফিরে যাই ফেলে আসা সবুজ অরণ্যে,
মায়ের কাছে, ভাষার কাছে, আজিয়া রেরের সমাজ-সংস্কৃতির কাছে।
চলো ছুঁড়ে ফেলে দেই দূরে; মেকি সভ্যতা, হিংসা-বিদ্বেষ,
হাতে হাত ধরে, আত্ম-অহঙ্কার ছেড়ে এসো গড়ি মহামিলনের ঘর
সকলে মিলে প্রতিটি হৃদয়ে রেনেসাঁর বীজ বুনি, স্বপ্নের, চেতনার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন