শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

বিষাদে মৃত্যুপুরী


বিষাদে মৃত্যুপুরী 
            ফিডেল ডি সাংমা

সুখের স্বপ্নসাগর পাড়ি পথে
কাল হয়েছে প্রেমের তরী,
আমার আপন; আঁধার শুধু-
জীবন মাতাল-মৃত্যুপুরী।

নিভে গেছে আলো। কে কাঁদে?
কালভেরী পথ? নাকি অন্ধকার?
একা; ভালোবাসার ক্রুশ কাঁধে-
সমূখে মৃত্যু অবতার।

সে কাছে আসে নায়-
আমি বিষাদপীড়িত মৃত্যুপুরী ভেবে-
সে কি ভালোবাসে নায়!

যার না পাওয়ার যন্ত্রণা,
অপার তৃষ্ণা নিয়েই ফিরে যেতে চাই;
আর কাছে এসো না।।
 (৩০/১১/২০১১)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন