শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

ঈদ মানেই সুখ, আনন্দ/ ফিডেল ডি সাংমা


 ঈদ মানেই সুখ, আনন্দ/ ফিডেল ডি সাংমা



ঈদ মানেই পবিত্রতা; ঈদ মানেই সুখ, আনন্দ। ছোট বড় ধনী গরীব সকলের। সারা বছরের সকল মানুষের প্রাপ্তি এই দিনে। গ্রাম-শহর-নগর-বন্দর সবখানেই সাজ সাজ রব, কোলাহল, ছোটাছুটি, হুরোহুরি লেগে যায় এই একটা দিনের জন্য।


সাধারণ দৃষ্টি দিয়ে দেখলে মনে হয় যেন- পোষাক-আসাকে, সাজ-সজ্জায়, খানা-পিনায় কে কত বেশি খরচ করতে পারে, তার উপর নির্ভর করে ঈদের আনন্দ আর সুখ প্রাপ্তি। কিন্তু ভাসমান গরীব দুঃখী মানুষদের ভাবার মত, ঈদের আনন্দ আর সুখ ভাগাভাগী করার মত লোক আমাদের সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। দূর্নীতিতে শীর্ষে থাকা এই দেশে ধান্ধাবাজিটাই যেন চরম সৌন্দর্যরূপে দেখা দিয়েছে; তাই তো চারিদিকে ধান্ধাবাজির নগ্ন প্রতিযোগীতা। আজকাল বেশিরভাগ আমাদের আচরণগত যেমন; ভদ্রতা এবং পরোপকারের মাঝেও অসৎ উদ্দেশ্য অন্তর্নিহিত থাকে, যেন- থাকাটাই বাঞ্চনীয়। ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে, জেনে না জেনে আমরা আমাদের মানসিকতাকে কলুষিত করছি, কলুষিত করছি জাতিকে এবং কলুষিত করছি এই সোনার বাংলাদেশকে...
সময় এসেছে এই রমজানে, পবিত্র ঈদে আমাদের মনুষ্যতকে ঝালাই করে নেওয়ার... বাকিটুকু আল্লাহ ভরসা !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন